লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের দাবি তীব্র শীতে মৃত্যু হয়েছে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, “সকালে আব্দুলপুর স্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে পাতলা চাদর দিয়ে মুরিয়ে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।’’
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, “আব্দুলপুর স্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি পড়ে আছে। এমন সংবাদে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
পরে তার মৃতদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানায় প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। পরিচয় সনাক্ত করতে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি তীব্র শীতের কারনেই তার মৃত্যু হয়েছে।’’