তুমি কী জানো -কবি অসিত কর্মকার‘এর কবিতা

0
402
Asit Karmakar

তুমি কী জানো

কবি অসিত কর্মকার

অবস্থাদৃষ্টে যা মনে হয়
গোপেশের চারপাশে দাঁড়ানো সমস্ত নারীরাই
রাই অথবা মীরাবাঈ।

এখন তো ঐ মীরা নাই,তাই ভাবি
কে পরাচ্ছে মালা,কে বাড়াচ্ছে চন্দনে বিমলমুখভাতি
রাইমনা মীরার বেশে!

এখন যারা যারা আছে
তারা যে কে কার বেশে, নিজে তো জানিনে
তুমি কী জানো ছলনাময়ী প্রভু ?

১৮-০৪-২০২০ ইং

Advertisement
উৎসAsit Karmakar
পূর্ববর্তী নিবন্ধব্যঘ্র মানব -মো. নজরুল ইসলাম‘এর কবিতা
পরবর্তী নিবন্ধএখন জীবন যেমন – জামসেদুর রহমান সজীবের সমকালীন ছোটগল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে