“তোমাতেই আমি”
কবি মৌ সাহা‘এর কবিতা
হয়তো কোন একদিন প্রবল বেগে ঝড় উঠবে,
তোলপাড় করবে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু-
শুকনো হলুদ পাতা ঝরে যাবে।
দিকে দিকে করুণসুরে মাদল বাজবে।
তখনও পাহাড়ের বুকে কান পাতলে শুনতে পাবে,
তোমাকে না বলা আমার যত গোপন কথা।
উষসী নদীর বুকে যদি উত্তাল ঢেউ ওঠে,
অমাবস্যার চাঁদরে যদি ঢেকেযায় চন্দ্রিমা।
অবিরাম বর্ষণে প্লাবিত হয় বিস্তীর্ণ সবুজ বনানী-
উঠতি দ্বিপত্র যদি চুপসে যায় নিরবে,
সেদিনও প্রতিটি স্পন্দনে তোমাকেই খুঁজবো
Advertisement