তোমায় বলা হল না-সৈয়দ আনোয়ার সাদাৎ
না বলা অনেক স্বপ্ন, না বলা অনেক কথা তোমাকে বলবো বলে
সেই শিশু কালের মক্তব্য পাঠ থেকে ভাবছি,
আজ অবধি তোমায় বলা হল না।
কত সুযোগ খুঁজেছি তোমায় বলবো বলে,
কখন আমতলায় চূড়ইভাতি খেলার ছলে,
কখন নিঃসীম দুপুরের সাপলুডু খেলার মাঝে,
হয়নি বলা বৈশাখী ঝড়ে আমকুড়ানোরও ফাঁকে।
যখনি বলার সুযোগ পেয়েছি, অজানা দ্বিধা
কিংবা তৃতীয় কারো অযাচিত উপস্থিতিই
বলা হয়নি।
শৈশব ছাড়িয়ে কৈশোরে এসেও স্কুলের কোরিডোরে,
টিফিনের ফাঁকে টক ঝাল মিষ্টি খাওয়ার ছলে,
জনতার ভিড় খুঁজে গানে গানে কখনও মঞ্চে,
অবসরে আড্ডায়, বৈকালিক খেলাধুলায় কিংবা
পূজা মণ্ডপে মেলা ঘুরার কত বাহানায়
না বলা অনেক কথা,না বলা অনেক স্বপ্ন
তোমাকে বলতে গিয়ে বলা হয় নাই।
চোখের ইশারায় যেটুকু বলেছি,গায়ে মাড়াওনি,
জোর করে নাকি ভালোবাসা হয় না,তাই জোর করিনি।
না বলা অনেক কথা না বলা অনেক স্বপ্ন নিয়ে
কলেজ চত্তরে কবিতা ও গানের খৈ ফুটালাম
খেলার মাঠে ফুটবল দৌঁড়ালাম সগৌরবে,
তুমি এলে আর গেলে মুগ্ধতার চোখ মেলে
দু দণ্ডের তরে চাইলে না,অনেক হিরোর ভিড়ে
কি জানি কী লোভে তুচ্ছ করে গেলে নিয়ত।
অতঃপর আশৈশব লালিত স্বপ্ন বুকে নিয়ে
জীবিকার বন্ধুর পথে যখনি তোমায় দেখেছি,
মেলাতে চেয়েছি আমার চির চাওয়া বালিকার সাথে,
তুমি অনেক খানি বদলে গেছো,পরিপক্ক আধুনিকা,
পার্থিব চাওয়ার হিসেব মেলাতে তুমি ঊর্ধ্বমুখী,
স্বগোত্র থেকে আরো উন্নত পুঁজিবাজারে পসরা সাজাও,
শিক্ষকের হাত হতে নেবে না কবিতার গ্রন্থাবলী,
ছাইপাঁশ ঐ বর্ণাঢ্য বিলাসিতার অলংকার হতে পারে না।
গ্রাম থেকে শহর অনেক পড়ুয়া সুন্দরী ললনা তুমি, বেনারসি পরে অচেনা হয়ে গেলে;
হাত ছাড়া সুযোগের সেই অবকাশ আর পেলাম না,
না বলা অনেক কথা,না বলা অনেক স্বপ্ন তোমাকে বলবো বলে তাই বলা হল না।