দাস – দেবব্রত সরকার
দাসত্ব কে কত নামেই আমার ভালোবাসছি
বাঁচার অপর নামই দাসত্ব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দাসত্বের
হাতিয়ার বানানো হলো টাকা।
গণতন্ত্র, সমাজতন্ত্র, অটোতন্ত্রের নামে,
অর্থের যোগানের ভিত্তিতে আমরা তৈরী করলাম
বিভিন্ন শ্রেণীর দাস, অর্থের গন্ধ আর সুখ একাকার হলো।
শিক্ষা প্রতিষ্ঠান গুলো টাকার বিনিময়ে শিক্ষা দিলো,
বিশ্বস হিনতা আর লোভের পৃথিবী তৈরী করলাম।
মানুষ গুলোকে বিক্রি করে দিলাম,
লোভের দৌড়ে সব্বাই কে জয়ী হতেই হবে,
মিডিয়ার বিনোদনের নামে দৌড় শিখালাম,
ব্যাংক আর ঋণের দাস বনালো।
জরায়ু ভারা দেওয়ার ব্যবসা শিখালো,
অতঃপর আমরা দর্শন ব্যবসা শুরুকরলাম,
আমরা দর্শন কে মাথায় মুখে পিঠে নিয়ে
বিক্রি করে দিলাম, রংবাহারি আব্রু তে ঢেকে দিলাম পৃথিবী,
রাজনিতীর নামে সস্তা দাস দের প্রয়োজন মতো হত্যা করলাম,
অত:পর রক্তের ঘ্রাণ আর সুখের ঘ্রাণ মিলেমিশে একাকার হলো।
দাস
০৫.০৫.২১
Advertisement