দিঘাপতিয়া বালিকা শিশুসদনের ৭৩ জন এতিমের পাশে সেনাবাহিনী

0
567

নাটোর কণ্ঠ: নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদন এর ঈদের আনন্দ উদযাপনে এতিম ও সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালো বগুড়া সেনানিবাসের সদস্যরা। ৭৩ জন এতিম ও সুবিধা বঞ্চিতদের জন্য ঈদের নতুন পোশাক উপহার তুলে  দেন তার ।

নাটোর দিঘাপতিয়া বালিকা শিশুসদনের ৭৩ জন বালিকাকে ঈদের নতুন পোশাক উপহার দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ প্যারা পদাতিক ডিভিশন। ২১ মে বৃহস্পতিবার বেলা ১২টায় নাটোর দিঘাপতিয়া বালিকা শিশুসদনের ৭৩ জন বালিকাকে ঈদের নতুন পোশাক উপহার দেন ১৭ প্যারা পদাতিক ডিভিশন এর মেজর বিসমা রাব্বি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিঘাপতিয়া অবস্থিত বালিকা শিশুসদনে গিয়ে ঈদের নতুন পোশাক উপহার দেন বগুড়া সেনানিবাসের প্রতিনিধি মেজর বিসমা রাব্বি।
এ সময় উপস্থিত ছিলেন শিশুসদন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম নান্টু ও ব্যাটেলিয়নের সৈনিক বৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজন আটক, ট্রাক জব্দ
পরবর্তী নিবন্ধঅকৃত্রিমরূপ – কবি আগমণী ধরের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে