“দিন”- কামাল খাঁ,’র ছড়া March 9, 2020 0 474 দিন/ কামাল খাঁ ঘুরতেছে দিন পুড়তেছে দিন উড়তেছে দিন ধাওয়ায়। টলতেছে দিন বলতেছে দিন চলতেছে দিন খাওয়ায়। হাসতেছে দিন ভাসতেছে দিন ঠাসতেছে দিন চাওয়ায়। ঝুলতেছে দিন দুলতেছে দিন ফুলতেছে দিন হাওয়ায়। Advertisement