“দিন”- কামাল খাঁ,’র ছড়া

0
474
www.natorekantho.com

দিন/ কামাল খাঁ 

ঘুরতেছে দিন
পুড়তেছে দিন
উড়তেছে দিন ধাওয়ায়।

টলতেছে দিন
বলতেছে দিন
চলতেছে দিন খাওয়ায়।

হাসতেছে দিন
ভাসতেছে দিন
ঠাসতেছে দিন চাওয়ায়।

ঝুলতেছে দিন
দুলতেছে দিন
ফুলতেছে দিন হাওয়ায়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“অপরাহ্নের হোলি”- রত্না চক্রবর্তী’র কবিতা
পরবর্তী নিবন্ধ“কয়লা দহন”- আসাদজামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে