দুঃখ না পেলে এখন আর ভালো লাগে না/ আক্তারুজ্জামান লেবু
দুঃখ না পেলে এখন আর ভালো থাকা যায় না
হুট করে চারপাশটা ফাঁকা হয়ে গেছে
যে যার কাজে ব্যস্ত মানুষের ঢল, অথচ
নাগালের ভেতর অসীম শূন্যতা বিষপ্রশ্ন হয়ে আছে
বৃষ্টির কাছে কান্নার ছন্দ শেখা
দুটো চোখ আজ শূন্যতার অক্ষরে চিঠি লিখে লিখে ক্লান্ত
হাত বাড়ালেও কোথাও শরীরের সংস্পর্শ নেই
কাঁধে বিশ্বস্ত কোন হাত নেই
ভরসা জন্মানোর মতো কোন চোখ নেই
পারফিউম এর দুঃশাসনে মানুষের গন্ধ নেই
একালা ঘর, অন্ধ বিছানা পড়ে থাকে
কারো চুলের গন্ধ আর পাই না অন্ধকারের ভেতর
এইসবে আমার আর দুঃখ হয় না, ভালো থাকবো কীভাবে
ভালো থাকতে গেলে এখন দেখি দুঃখ পাওয়া জরুরি
Advertisement