দু’হাতে তুলে দিতে পারি- শাহিনা খাতুন
একদিন কোনো এক উৎসবের রাতে
প্রেমপত্র পেয়েছিলাম ব্যাকরণ
বইয়ের মলাটের ভাজে
বকুল ফুলের গন্ধ ছিল তাতে
হাত কাঁপছিল খুব
ছিড়ে ফেলতে ইচ্ছে করছিল না একটুও।
যদি কেউ দেখে নেয়
অনাসৃষ্টি হয়ে যাবে খুব
রাখবো কোথায় ভেবে ভেবে
অস্থির দিন কেটে গেছে।
আহারে প্রেম! ভুল ছিলো
ভয় ছিল দ্বিধা ছিল
তবুও প্রেম ছিল।
প্রেম এক অন্য অনুভব
যে কখনও প্রেমে পড়েনি
সে জানবেনা কোনদিন
উজাড় করে কী দেওয়া যায়?
তোমাকে উজাড় করে দেবো বলে
একখানা প্রেমের চিঠির অপেক্ষায় আছি।
বয়স বেড়ে গেছে
খণ্ড খণ্ড করে ভাগ করে
পরখ করে নিতে পারো
কোন দোষ নেই আর কোথাও
অপবাদ নেই আর একটুও
একখানা প্রেমের চিঠি দাও
চাতকিনী হয়ে বসে আছি
বারতা পাঠাও বল ভালবাসি।
এত অাকাঙ্খিত আর কী হতে পারে!
একখানা চিঠি নিয়ে যদি
কোন এক পূর্ণিমা রাতে
কোন স্বর্গদূত আসে
আমি তারে আমার পরানখানি
দু’হাতে তুলে নিয়ে দিয়ে দিতে পারি।
Advertisement