দেশের খাঁটি সোনা -কবি রাজিব এক্কা রাজ‘এর কবিতা

0
559
Rajib-Ekka-Raj

দেশের খাঁটি সোনা

কবি রাজিব এক্কা রাজ

শ্রমিক তোমরা দেশের খাঁটি সোনা
তোমাদের ঋণ শোধ হয় না
না জাগলে তোমরা
পৃথিবী হয় যে দিশেহারা।
তোমরা লাগাও বলে কাজে হাত
আসে সমাজে সমৃদ্ধির প্রভাত
রোদে- পুড়ে,বৃষ্টিতে- ভিঁজে
অন্যকে বাঁচাও খেটে নিজে।
তোমাদের চরণে করি কোটি প্রণাম
সদা সমুন্নত হোক তোমাদের নাম
তোমরা-ই পৃথিবীর শ্রেষ্ঠ কারিগর
তোমরাই যে গড়ো যত বন্দর- নগর।

Advertisement
উৎসRajib Ekka Raj
পূর্ববর্তী নিবন্ধসাদা কফিন -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবিষয় বাসনা -শাহিনা খাতুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে