দেশের খাঁটি সোনা
কবি রাজিব এক্কা রাজ
শ্রমিক তোমরা দেশের খাঁটি সোনা
তোমাদের ঋণ শোধ হয় না
না জাগলে তোমরা
পৃথিবী হয় যে দিশেহারা।
তোমরা লাগাও বলে কাজে হাত
আসে সমাজে সমৃদ্ধির প্রভাত
রোদে- পুড়ে,বৃষ্টিতে- ভিঁজে
অন্যকে বাঁচাও খেটে নিজে।
তোমাদের চরণে করি কোটি প্রণাম
সদা সমুন্নত হোক তোমাদের নাম
তোমরা-ই পৃথিবীর শ্রেষ্ঠ কারিগর
তোমরাই যে গড়ো যত বন্দর- নগর।
Advertisement