দয়া করে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন নাটোরের বাগাতিপাড়ায় এমপি বকুল

0
515
Bokul

নাটোরকন্ঠ:
হতদরিদ্র নিম্ন আয়ের মানুষদের উদ্দেশ্য এমপি বকুল বললেন,- আপনার দয়া করে ঘরে থাকুন সচেতন থাকুন সুস্থ থাকুন। আমি খেলে আপনার খাবেন তাই দয়া করে ঘরে থাকুন। হতদরিদ্র ফোন কলে নিজ অর্থায়নের খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। আজ শনিবার বাগাতিপাড়া উপজেলা দয়ারামপুর ইউনিয়ন করনা সংকট মোকাবেলায় কর্মহীন ১০০ শত রাজমিস্ত্রীকে  চন্দ্রখৈর উচ্চ বিদ্যালয়ে মাঠে এসব খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন করেন মানবতার ফেরিওয়ালা ৫৮- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ শহিদুল  ইসলাম বকুল।  এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, সাংসদ শহিদুল ইসলাম বকুলের একান্তসহকারী তানসেন হিমেল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল ও সাবান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে মুক্তির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কল্লোলে স্বপ্নহীনরাও স্বপ্ন দেখছে
পরবর্তী নিবন্ধভারতে আটকে পড়াদের সীমাহীন দুর্ভোগ,না খেয়ে কাটছে দিন, দেশে ফিরতে প্রধানমন্ত্রীর কাছে খোলচিঠি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে