“ধর্মের বড়াই” কবি মৌ সাহা‘এর কবিতা

0
633
Mou-Saha

“ধর্মের বড়াই”

কবি মৌ সাহা

 

মাতৃগর্ভে যখন ছিলাম,
জানতাম না আমার ধর্ম।
কিছুদিন পর জানানো হলো,
ধর্মই আমার প্রধান কর্ম।

ধর্মের নামে হিংস্রতা ঢুকিয়ে,
চলছে শুধু লুটতরাজ।
মনের ভিতর জ্বলছে অনল,
রঙ-বেরঙের মুখোশের সাজ।

মুসলিম,খ্রিস্টান,হিন্দু,বৌদ্ধ,
কিসের এতো বড়াই।
বাক্সবন্দী বইয়ের পাতা,
চলছে ভেদাভেদের লড়াই।

মানব জনম পাবে বলে,
চুরাশি লক্ষ যোনি ঘুরে।
এসে সুন্দর ধরাধামে,
মানবতা নেই বক্ষ জুড়ে।

কোনটা যে আমার মূলমন্ত্র,
আর কিসে আমার ক্ষতি।
মিছে মায়ার মোহনজালে,
আর হলোনা যে সংগতি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“দেখতে পাইনা প্রিয়” কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“বিফল হলো নাকি” কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে