নলডাঙ্গার স্বেচ্ছা সেবী সংগঠন ” শীতের হাসি”” এর উদ্যাগ

0
548
Mamun

নাটোরকন্ঠ: নাটোরের নলডাঙ্গার স্বেচ্ছা সেবী সংগঠন ” শীতের হাসি”” এর উদ্যাগে  আজ বিকেলে নলডাঙ্গায় রেলকলোনীর বেকার হয়ে পড়া হত দরিদ্র মানুষ, ভ্যান চালক, চা বিক্রেতা, হোটেল শ্রমিক ও রাজমিস্ত্রিসহ ১০০ জনের মাঝে একটি করে মাস্ক ও একটি করে মিষ্টি কুমড়া বিতরন করা হয়। স্বেচ্ছা সেবী সংগঠন ” শীতের হাসি”” এর উদ্যাগে এই ক্ষুদ্র আয়োজন। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম এই বিতরন কার্যক্রমে অংশগ্রহন করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই উপজেলা প্রশাসনের মাধ্যমে ১০০ জন মানুষের বাড়ি বাড়ি চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও সাবান পৌছে দেয়া হবে ইনশা আল্লাহ। আপনিও এগিয়ে আসুন। আসুন আমরা সবাই সরকারের পাশাপাশি ব্যাক্তি উদ্যাগে কিংবা সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে বেকার হয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সীমান্ত এলকায় কঠোর নজরদারীর নির্দেশ এমপি শিমুলের
পরবর্তী নিবন্ধনাটোরের থানায় থানায় সংযোজিত হলো থার্মাল স্ক্যানার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে