নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখায় নাটোরের নলডাঙ্গায় ৪ জন কে ১ এক হাজার ১০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার উপজেলার মাধনগর বাজারে জনসমাগম রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি।এসময় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি জানান,শুক্রবার সকাল থেকে উপজেলার পাটুল,মাধনগর এলাকায় জনসমাগম রোধে অভিযান পরিচালনা করা হয়।এসময় মাধনগর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে চা ষ্টলে বসে আড্ডা দিচ্ছিল।এসময় ৪জন কে ১১০০ টাকা জরিমানা করা হয়।
Advertisement