রাজু আহমেদ : নাটোরের নলডাঙ্গা ঠাকুর লক্ষিকোল উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আফসার আলীর সভাপতিত্বে ও
সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলিম উদ্দিন প্রাং, আলহাজ্ব আব্দুস সোবাহান, রাজস্ব বোর্ডের কর্মকর্তা গোলাম মোস্তফা, আলহাজ্ব তফিজুর রহমান তাইজুল, ইউপি সদস্য মুজিবুর রহমান মুজি প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা ও তত্বাবধান করেন ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রহিদুল ইসলাম। পরে প্রত্যকটি ক্লাসে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।