নাটোর কন্ঠ : নাটোরের বড়াইগ্রামের ছাত্রদের খাওয়া সিগারেটের আগুনে পুড়লো পিকনিক বাস। বাসটির আগুন নেভানোর আগেই পুড়ে যায় পুরো বাসটি। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সকালে কালিয়াকোর রাউজক ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পিকনিকে এসেছিল লালপুর গ্রীন ভ্যালী পার্কে।
রাতে ফেরার পথে বনপাড়া- হাটিকমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই আগুনের সূত্রপাত । এ সময় ছাত্র- খিক্ষকরারা দ্রুতবেগে বাস থেকে নেমে যায় । পরে পুরো বাসটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুড়ে যায়পুরো বাসটি।
স্থানীয়দের সহায়তায় ওই পিকনিক বাসের শিক্ষক ছাত্র-ছাত্রীদেরকে তাদের গন্তব্য স্থানে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। হুড়োহুড়ি করে নামার সময় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেরামত আলী এই দাবি অস্বীকার করেছেন।
এদিকে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি জানান, বাসের ভেতরে ছাত্ররা নাচানাচি করছিল। সাউন্ড সিস্টেম এর ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা তার।