নাটোরের কানাইখালি মাঠ বাজারে মাংস ও ডিমের দোকান না থাকায় বিপাকে ক্রেতারা

0
488
Bazar

নাটোর কণ্ঠ:

নাটোরের কানাইখালি মাঠে নতুন স্থানান্তরিত কাঁচাবাজারে মাংস ও ডিমের দোকান না থাকায় বিপাকে পড়েছেন ক্রেতারা। ক্রেতাদের ভোগান্তি লাঘবে দ্রুত কানাইখালি মাঠে মাংস ও ডিমের দোকানের দাবি জানান স্থানীয়রা।

সম্প্রতি জেলা প্রশাসন ও পৌর কতৃপক্ষ যৌথ উদ্যোগে জনসমাগম এড়াতে নাটোরের নিচে বাজারে অবস্থিত সবজি বাজার ও মাছ বাজার সাময়িকভাবে নাটোর কানাইখালি মাঠে স্থানান্তর করে।

বলারিপাড়ার অধিবাসী আব্দুল কাদের জানান, আজ শুক্রবার বড় বাজারে বাজর করতে এসেছিলাম, কিন্তু মাঠে সবই পেলাম কিন্তু মুরগি কেনার জন্য  আবারে নিচাবাজার যেতে হলো। তার মধ্যে রিক্সা নিয়ে যাওয়া যাচ্ছে না ফলে ভোগান্তি আমাদের। তবে সামাজিক দূরত্ত্ব বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এদিকে স্থানীয় প্রশাসনও জনসমাগম কমেছে বলে দাবি করলেও ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ ক্রেতাসাধারণের। তারা বলছেন কানাইখালি মাঠ থেকে সবজি কিনে মাংস ও ডিম কিনার জন্য পুনরায় সেই নিচে বাজারে যেতে হচ্ছে তাই কর্তৃপক্ষ মাংস বাজার মাঠে বসাবে এমনটাই দাবী জানান ভুক্তভোগী ক্রেতাগণ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে ত্রান চাওয়ায় কৃষক পেটানো ইউপি চেয়ারম্যান সাত্তার গ্রেফতার
পরবর্তী নিবন্ধনাটোরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে