নাটোর কণ্ঠ : নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী বিশ্ব রোড আইড়মারী ব্রিজের পাশে ওই ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম শিধুলী গ্রামের তাজের আলী ফকিরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাটোর থেকে একটি পিকআপ একটি মহিষ নিয়ে ঢাকা যাচ্ছিলো। পথে পিকআপটি আইড়মারী ব্রিজ এলাকায় পৌছালে
নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জরিনা বেগমের শরীরের ওপর পরে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগম মৃত্যু বরণ করেন।
Advertisement