নাটোরের গুরুদাসপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

0
195

নাটোর কণ্ঠ : নাটোরের গুরুদাসপুরে নবম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষন মামলার একমাত্র আসামী মোঃ মেহেদী হাসান কে ২৪ ঘন্টার মধ্যে আহম্মেদপুর এলাকা হতে গেফতার করেছে নাটোর র‌্যাব-৫।

গত ৩১ জানুয়ারি সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন আহম্মেদপুর বাজারস্থ এলাকায় কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে

একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলা দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে তাকে গেফতার করে। আটকৃত আসামী মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।

উল্লেখ্য যে, গত ৩০ জানুয়ারি বৃ-চাপিলা গ্রামের নবম শ্রেণীর ছাত্রীকে জোড়পুর্বক বাঁশবাগানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। গুরুত্বর রক্তাক্ত অবস্থায় আহত স্কুল ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে গুরুদাসপুর থানায় অভিযুক্ত মেহেদী হাসানের নামে মামলা দায়ের করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর আইনজীবী সমিতিতে ‘মামা’ দিবস পালিত
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে