নাটোরের নলডাঙ্গায় শিশু নির্যাতনের অভিযোগে একজন আটক

0
189

নাটোর কন্ঠ : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৭ বছরের শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে জামাল মৃধা (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক উপজেলা মাধনগর গ্রামের মৃত আব্দুর ছাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি ফশলি মাঠে শাক তুলতে গেলে পাশের জমিতে কাজ করতে থাকা ওই ব্যাক্তি শিশুটিকে জরিয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়।

পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়। শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে সব খুলে বলে। এতে মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে পলো দিয়ে মাছ ধরা উৎসব
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কেটে যুবকের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে