নাটোরের নলডাঙ্গায় হেরোইনসহ ২ জন গ্রেফতার

0
218
nATORE KANTHO

বেল্লাল হোসেন বাবু : নাটোরের নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ ২ জনকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ। ০৬ জানুয়ারি বৃহঃপরিবার সন্ধ্যায় নলডাঙ্গা বাসুদেব পুর গ্রামসহ বিপ্রবেলঘড়িয়া ইফতেদায়ী মাদ্রাসার দক্ষিণ পাশে সেনভাগগামী পাকা রাস্তার উপর থেকে ১.১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি হলেন, ১. মো. জাহিদুল ইসলাম জাহিদ ওরফে রবি লাল (২৭) পিতা মৃত বাচ্চু হোসেন, (পালিত পিতা মো. রশিদ শেখ,সাং বাসুদেবপুর রেল স্টেশন। ২. শ্রী নিখিল চন্দ্র দাস (৩৮) পিতা শ্রী ধীরেন্দ্র চন্দ্র দাস, সাং বাসুদেবপুর চকপাড়া, উভয়ের থানা নলডাঙ্গা।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামিদের হেরোইনসহ আটক করে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধছোট ভাইকে হত্যার উদ্দেশ্য গুলি!
পরবর্তী নিবন্ধএকটুও নেই -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে