নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0
150
nATORE KANTHO

অমর ডি কস্তা : নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর এই প্রদর্শনীর আয়োজন করে।

দপ্তর প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফাল্গুনী হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হানিফ আলী, মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।

প্রদর্শনীতে ৩৫টি স্টলে উন্নতজাতের গরু, মহিষ, ছাগল, পাঠা, ভেড়া, পায়রা, কবুতর সহ বিভিন্ন প্রজাতির গৃহপালিত পশু ও পাখি প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি উপজেলার ৯ জন শ্রেষ্ঠ খামারীর হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি টগর : সম্পাদক মালেক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে