নাটোর কণ্ঠ : নাটোরের বড়াইগ্রামে ভুটভুটির ধাক্কায় শহিদুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মৌখাড়া বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত শহিদুল একই উপজেলার রেজুর মোড় উত্তরপাড়া গ্রামের মৃত মোশাহেদ আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, শহিদুল ইসলাম সকালে বাইসাইকেল যোগে বাড়ি থেকে মৌখাড়া বাজারে যান। সেখান যাওয়ার পথে দেশীয় তৈরী যানবাহন ভুটভুটি তার সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে শহিদুল মাটিতে পড়ে গেলে ভুটভুটিটি তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উত্তেজিত জনতা ওই ভুটভুটি এবং তার চালক সাইদুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে ভুটভুটিটি জব্দসহ তার চালককে থানায় নিয়ে আসে। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টা করা হচ্ছে। অভিযোগ না করায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।