নাটোরের বনপাড়া পৌর মেয়রের ত্রাণ বিতরণ

0
275
জাকির

রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ-

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে করোনা পরিস্থিতির কারণে সাময়িক অসহায়ত্বের শিকার হওয়া পরিবারের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ ও পৌর মেয়র কেএম জাকির হোসেন ২০০ পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেন। নিরাপদ দূরত্ব নিশ্চিতকরণের মধ্য দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে উপস্থিত পরিবারের প্রতিনিধিরা প্রতিজন নগদ অর্থ ৫’শত টাকা ও সেনিটাইজার সামগ্রীর মধ্যে সাবান, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লোবস, ব্লিচিং পাউডার গ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিণ, আতাউর রহমান মৃধা, জাহাঙ্গীর আলম হেলাল, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান, ২ নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম মৃধা, সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী আব্দুল্লাহ্ , বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও বড়াল বার্তার প্রকাশক-সম্পাদক অমর ডি কস্তা, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সহ অন্যান্য সাংবাদিক ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান- ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে দল-মত নির্বিশেষে সকল অসহায়দের তালিকা তৈরী চলমান আছে। সে তালিকার প্রতিজনই সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা শতভাগ পাবে। পাশাপাশি পৌরসভা ও ব্যক্তিগতভাবেও সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় গোপনে খাবার পৌছে দেওয়ার প্রতিশুতি দিলেন মামুন
পরবর্তী নিবন্ধজাগো বাহে কোনঠে সবায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে