নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

0
178
সড়ক দুর্ঘটনা

নাটোর কন্ঠ : নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের (অটোগাড়ি) নিচে চাপা পড়ে মোহম্মদ নামে ৮ বছরের এক শিশু নিহত হয়।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার যুগিপাড়া এলাকার চারমাথায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহম্মদ আলী যুগিপাড়া এলাকার মুসার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫ টার দিকে যুগিপাড়া চার মাথা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় বাগাতিপাড়া থেকে নাটোরগামী একটি যাত্রিবাহি ইজিবাইক তাকে চাপা দেয়।

আহত মোহম্মদকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে থেকে ইমো’ হ্যাকার চক্রের ৪ প্রতারক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় একই ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত আপন দুইবোন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে