নাটোরের বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে ভ্যান চালকের মৃত্যু

0
672
Korona-Bagatipara

নাটোরকন্ঠ:

নাটোরের বাগাতিপাড়ায় করোনা উপসর্গ নিয়ে(সর্দ্দি, কাশি, জ্বর আক্রান্ত হয়ে)সুকুমার মন্ডল (৩২)নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।গত রাত অনুমানিক ২ টার দিকে নিজ বাড়ীতে মারা যায়।মৃত সুকুমার উপজেলার নওশেরা (আরাজিমারিয়)এলাকার বিনয় চন্দ্র মন্ডলের ছেলে।

মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়,গত কয়েকদিন যাবত সর্দ্দি, কাশি, জ্বরে আক্রান্ত ছিলো সুকুমার। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিলো।হঠাৎ রাতে অবস্থার অবনতি হয় এবং হাসপাতালে নেবার পথেই সে মারা যায়।এছাড়া দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানায় পরিবারের সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রতন কুমার সাহা জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কোন রোগীর সরকারী নির্দেশনায় যা যা আছে সবই আমরা করবো। আমাদের মেডেকেল টিম কাজ শুরু করেছে। আমরা আপাতত পরিবারটিকে হোমোকায়ারেন্টিন থাকতে বলা হয়েছে। আর নমুনার ফলাফল পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান,যেহেতু উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়েছে তাই আমরা তার নমুনা সংগ্রহ করবো এবং পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত ওই বাসা সহ আশপাশের বাসা লকডাউন থাকবে এবং একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির যেভাবে শেষকৃত্য করা হয় তাই করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাশপুরে আড্ডাবাজি কন্ধ করতে বলায় মারপিট
পরবর্তী নিবন্ধকবিতার ছন্দ আলোচনা-  রুদ্র অয়ন 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে