জাহিদ হাসান, নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদের উদ্দ্যোগে মাস্ক, সাবান, জনসচেতনতামূলক লিফলেট ও বিভিন্ন ইউনিয়ন পরিষদে জীবানুনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। লিফলেটে করোনা প্রতিরোধের বিভিন্ন দিক নির্দেশনামূলক করনীয় দেওয়া আছে। যা নিত্য দিনে ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সহযোগিতা করবে। এবং জীবাণুনাশক স্প্রে মেশিন দিয়ে বিভিন্ন আঙিনায় স্প্রে করে পরিচ্ছন্ন রাখবে।
বৃহস্পতিবার সকালে উপজেলার মৌখাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী করোনা সচেতনতায় উদ্বুদ্ধ করে মাস্ক ও সাবান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস, বড়াইগ্রাম পৌরসভার মেয়র আব্দুল বারেক সরদার, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, বড়াইগ্রাম পৌর সভার ১ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মাঝগাও আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রবিউল করিম পিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।