নাটোরের বড়াইগ্রামে মাদকসেবীর কারাদন্ড

0
177
0000

নাটোর কন্ঠ : নাটোরের বড়াইগ্রামে হেলথ কেয়ার ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মারিয়াম খাতুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় হেলথ কেয়ার ফার্মেসীর মালিককে কিছু মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও দেড় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হাবিবুর রহমান বাবু বড়াইগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের রেজুর মোড় এলাকার ঈমান আলীর ছেলে।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আসলাম আলী মন্ডল। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মারিয়াম খাতুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হেলথ কেয়ার ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় সীলমারা ব্যালট পেপার উদ্ধার
পরবর্তী নিবন্ধনাটোরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে