নাটোরের লালপুরে আরো এক ব্যক্তি করোনা আক্রান্ত

0
626
Natore-

নাটোর কণ্ঠ: নাটোরের লালপুরে  আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এ তার বাড়ি বলে জানা গেছে। এনিয়ে জেলায় মোট অনাক্রান্ত সংখ্যা ১২ জন। তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। জেলা সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা সিভিল সার্জন মিজানুর রহমান নাটোর কণ্ঠ কে জানান, আজ শনিবার দুপুরে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্চ সেন্টার থেকে এ বিষয়ে জানতে পেরেছি। আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা যা যা নেওয়া দরকার তার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করেছি।

এপর্যন্ত লালপুর উপজেলায় মোট ১৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৬ জনের ফলাফল এসেছে। যার মধ্যে ৫৪ জনের রিপোর্ট নেগেটিভ ও দুইজনের পজিটিভ এসেছে। অবশিষ্ট ৮৭ জনের রিপোর্ট এখন পর্যন্ত পেন্ডিং আছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আক্রান্ত ব্যাক্তিকে আইসলিউশনে পাঠানো হয়েছে ও তার বাড়িটি লকডাউন করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় পুলিশ সদস্যের বাড়ি লকডাউন
পরবর্তী নিবন্ধনাটোরে সরকারি সহায়তার দাবিতে সাউন্ড সিস্টেম প্রতিষ্ঠান মালিকদের মানব বন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে