নাটোরের লালপুরে খাদ্যগুদামে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
560
Lalpur-Press-Conference

স্টাফ রিপোর্টার, নাটোরকন্ঠ
নাটোরের লালপুরে খাদ্যগুদামে ধান সংগ্রহে জাল স্বাক্ষর, ব্যাংক স্টেটম্যানসহ নানা অনিয়ম দুর্ণীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন। শুক্রবার সকালে লালপুরের গোপালপুর রেলগেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ২০১৯-২০২০ অর্থ বছরে লালপুর উপজেলায় কৃষকদের কাছ থেকে ৯১২ মেঃটন আমন ধান ক্রয়ের নির্দেশনা আসে। লটারীর পরপরই গ্রামে গ্রামে গিয়ে ভোটার আইডি কার্ড ও কৃষক কার্ডসহ ৫০০টাকা করে আদায় করেন খাদ্যগুদাম কর্তকর্তা জুনায়েদ কবীর। এসময় আরো অভিযোগ করা হয়, জুনায়েদ কবীর নিজেই বিল ভাউচার সত্যায়িত করে অগ্রনী ব্যাংক শাখা থেকে বিল উত্তোলন করেন। অন্যদিকে কৃষক কার্ডধারী ব্যক্তিরা গোডাউনে ধান বিক্রি করতে গেলে নানা অজুহাতে ফিরিয়ে দেন খাদ্য গুদাম কর্তকর্তা জুনায়েদ কবীর বলে অভিযোগে বলা হয়। সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত অন্যান্য কৃষক কার্ডধারীরা একই ধরণের অভিযোগ করেন।
খাদ্য গুদাম কর্তকর্তা জুনায়েদ কবীর জানান, মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করা হয়েছে। কৃষকরা নিজে এসে ধান দিয়ে গেছে। আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারমাত্র। এছাড়া প্রত্যেক কৃষকদের নামে পৃথক একাউন্ট খোলা আছে। সেখানে অনিয়ম দূর্নীতির করার কোন সুযোগ নেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলেজার টেস্টের মাধ্যমে কয়ক সেকেন্ডে করোনা শনাক্ত সম্ভব!
পরবর্তী নিবন্ধবগুড়ায় করোনা আক্রান্ত হয়ে সাবেক সাংসদের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে