ফজলুর রহমান : নাটোরের লালপুরে রহস্যজনক আত্মহত্যার নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) আনুমানিক ভোর ৪ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মাঝখানে ব্রিজের পাশে একটি আমবাগানে এঘটনা ঘটে। সে একই গ্রামের পাচু মিয়ার ছেলে।
লালপুর থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিক ধারণা করা হচ্ছে কে বা কাহারা নাজমুলকে হত্যা করে পরিকল্পিতভাবে আম গাছে রশি দ্বারা ঝুলাইয়া রেখেছে। লালপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’’
Advertisement