নাটোরের সিংড়ায় করোনায় কর্মহীন হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ

0
528

নাটোরকন্ঠ
করোনা ভাইরাসে কর্মহীন হত-দরিদ্র অসহায় ২০০ পরিবারের মানুষের মাঝে বাড়ি বাড়ি ঘুরে ডিআইজি রাজনৈতিক (এস বি) শাখার এ জেড এম নাফিউল ইসলামের সহযোগীতায় সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ রেন্টু’র উদ্যেগে নাটোরের সিংড়া হাতিয়ান্দহ এলকার শনিবার বিকেলে বাড়ি বাড়ি ঘুরে এই খাদ্য বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ৭নং লালোর ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ৬নং হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামীলীগ ময়েন উদ্দিন সেন্টু, হাতিয়ান্দহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল মোল্লা প্রমুখ ।

করোনা কর্মহীন হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে চাল ,ডাউল,আলু , তৈল , লবণ , পেঁয়াজ বিতরণ করায়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআপন নীড়ে -কবি শিরিন আফরোজ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধরণক্ষেত্রের বিজয় পতাকা -কবি প্রদীপ সরকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে