সিংড়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ-যুবলীগ
অাবু জাফর সিদ্দিকী, সিংড়া
করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় নাটোরের সিংড়ায় কৃষকদের সহযোগিতায় এগিয়ে এসেছেন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তারা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সিংড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দমদমা এলাকার পূর্বপাড়ার কৃষক মিঠুর জমির ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন তারা।
সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, মোট ৪৫ জন নেতাকর্মী এই কাজে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এবং আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরণা ও নেতৃত্বে এই টিম ধান কাটার কাজ শুরু করেছে।
তিনি আরও জানান, বুধবার থেকে ২০ জনের দুটি দল উপজেলার বিভিন্ন ক্ষুদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌঁছে দেবে। উপজেলার সব ক্ষুদ্র চাষির ধান ঘরে না ওঠা পর্যন্ত তাদের এই উদ্যোগ চলবে।
উপকারভোগী কৃষক মিঠু এমন সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।