নাটোরের সিংড়ায় ধান কর্তন উদ্বোধন

0
156

নাটোর কণ্ঠ : নাটোরের সিংড়ায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তনের শুভ উদ্বোধন করেছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা।

মঙ্গলবার দুপুরে বালুভরা মাঠে আধুনিক প্রযুক্তির কম্বাইন হারভেস্টার দিয়ে ৫০ জন কৃষকের সমলয় চাষাবাদের ৫০ একর জমির ন্যাশনাল এগ্রিকেয়ার-৪ বোরো হাইব্রিড ধানকাটার উদ্বোধন করেন।

নাটোর কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান, সিংড়ার ইউএনও (ভারপ্রাপ্ত) আল ইমরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, ওসি মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ প্রমূখ।

উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা বলেন, “এবছর সিংড়া উপজেলায় ৩৬ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। এরমধ্যে বালুভরা মাঠে ৫০ জন কৃষকের সমলয় চাষাবাদে ৫০ একর জমিতে বোরো হাইব্রিড ধান চাষাবাদ করা হয়েছে। কৃষকদের মাঝে আধুনিকতার ছোঁয়া পৌছে দিতে কাজ করছে।”

জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা বলেন, “আধুনিকতার ছোঁয়ায় কৃষিতে বিপ্লব ঘটেছে। আর সমলয় চাষাবাদে কৃষক কম খরচে বেশী ফসল ঘরে তুলতে পারছেন।”

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ফসলি জমি নষ্ট হবে দেখে, কাজ বন্ধ রেখেছিলেন পূর্বের জেলা প্রশাসক”
পরবর্তী নিবন্ধনাটোরে জহির’এর ১০ বছর কারাদণ্ড

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে