নাটোর কন্ঠ : নাটোরের সিংড়ায় জহুরুল ইসলাম নামে এক বিকাশ ও নগদ‘এর প্রতিনিধির মাথায় পিস্তল ঠেকিয়ে দেড় লাখ টাকা ছিনতাই হয়। বুধবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা করস্থান সংলগ্ন রাস্তায় দুটি মোটর সাইকেলে চারজন হেলমেট পরিহিত ছিনতাই কারী এই ঘটনা ঘটায় বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল জানান, ‘বুধবার বিকাশ ও নগদ এর প্রতিনিধি জহুরুল ইসলাম নাটোর শহর থেকে হাতিয়ান্দহ ইউনিয়নের বিভিন্ন স্থানীয় বাজারে টাকা আদায় করতে আসে।
আদায়ের এক পর্যায়ে সে নলবাতা করস্থান এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত চারজন মোটর সাইকেল আরোহী পিস্তল ঠেকিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে শালিকা বাজারের দিকে পালিয়ে যায়। অনুসন্ধান করেও তাদের কোন খোজ পাওয়া যায়নি।’
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শোনা যাচ্ছে ১ লাখ ৩৩ হাজার টাকা খোয়া গেছে। তবে অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে।’
ছবি : প্রতীকী