নাটোর কন্ঠ : নাটোরের সিংড়া উপজেলার ৪নং কলম ইউনিয়নের, কলম রিক্সা স্ট্যান্ড হতে জগতপুর মোড় পর্যন্ত রাস্তার কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, জগতপুর থেকে কলম বাজারের রিক্সা স্ট্যান্ড পর্যন্ত ১১ শত মিটার রাস্তা সংস্কার কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ। কাজের ব্যয় ধরা হয়েছে ৪৫ লক্ষ টাকা।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। তিন নাম্বার ইট বিছিয়ে দেয়া হচ্ছে। সেখানে উপ সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার এর সাথে কথা বললে তিনি বলেন তিন ট্রাক নিম্নমানের ইট আসছিলো। সেগুলো খারাপ, তাছাড়া ভালো ইট ব্যবহার করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য রমিজুল ইসলাম জানান, রাস্তা সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় আমরা প্রতিবাদ জানিয়েছি। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুদৃষ্টি দেবেন এমনটাই কামনা করছি।
কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু জানান, আমার ইউনিয়নে কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। বিষয়টি জানার পরেই আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। সে ভালো ভাবে কাজ করে দেবেন বলে আশ্বস্ত করেছেন।
উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, এ বিষয়ে অভিযোগ শোনার পরেই ঠিকাদারকে সতর্ক করে দেয়া হয়েছে।