আর আহমেদ, সিংড়া, নাটোরকন্ঠ:
নাটোরের সিংড়ায় ছাতারদিঘী ইউনিয়নের একলাছপুর গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত সরকারী পানাউল্লাহ খাল দখল করে পুকুর খনন করা হচ্ছে। প্রভাবশালী সাইফুল ইসলামসহ ৪ জন অবৈধ ভাবে পুকুর খনন করছে। স্থানীয় জনসাধারণ প্রতিবাদ করলেও কর্ণপাত করছে না। বিষয়টিতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ পোনা জানান, খালটি অনেক পুরনো, এখাল দখল হলে জমি অনাবাদী পড়ে থাকবে, সেচের সুবিধা পাবে না কৃষকরা। জলাবদ্ধতা দেখা দিবে।
ছাতারদিঘী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ জানান, খালের বিষয়ে কোন আপোষ নাই। জনস্বার্থে খাল অবৈধ দখল করতে দেয়া যাবে না। সরকার এ বিষয়ে কোনো ছাড় দিবেনা। খাল দখলমুক্ত করতে আমি প্রশাসনের সাথে জনগনকে একজোট হয়ে কাজ করবো।
Advertisement