নাটোরের স্বনামধন্য সেই হোটেল ব্যবসায়ীর করোনায় মৃত্যু

0
298
পচু

নাটোর কন্ঠ : নাটোরের পচুর হোটেলের মালিক মো. শরিফুল ইসলাম পচু গত রাতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া তার অপর এক ভাই জাহাঙ্গীর আলম করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন।

পচুর মৃত্যুর খবর শুনে তার অপর ভাই বাবলু হার্ট অ্যাটাক করে সকালে মারা গেলো। পচুর নিকটাত্মীয়রা জানান, পচু ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই খবর বাড়িতে শোনার পর বাবলু বাড়িতে মারা গেছেন।

উল্লেখ্য, দরিদ্র রাখাল প্রায় কয়েক দশক আগে রাস্তার ধারে ছোট্ট একটি বেড়া দিয়ে ঘেরা জায়গায় নাটোর চকরামপুর এলাকায় গীতি সিনেমা হলের পাশে হোটেল দিয়ে ব্যবসা শুরু করেন শরিফুল ইসলাম পচু।

প্রথমদিকে দূরপাল্লার ট্রাক ড্রাইভার তার হোটেলের প্রথম খরিদ্দার হলেও ধীরে ধীরে সততা দক্ষতা ও ভালো রান্নার গুনে দেশব্যাপী ছড়িয়ে পড়ে তার সুনাম। বাড়তে থাকে তার ব্যবসার পরিধি। বর্তমানে স্বনামধন্য হোটেল ব্যবসায়ী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধড্রিমস -স্বপ্না ইসলাম ছোঁয়া
পরবর্তী নিবন্ধনাটোরে জলাবদ্ধ ২ হাজার বিঘা জমির ফসল রক্ষা করলেন ইউএনও তমাল হোসেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে