নাহিদুল ইসলাম, নাটোরকন্ঠ:
মানবতার প্রসারে থেমে নেই বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারি! একের পর এক মানবতার ফেরিওয়ালা হয়ে মানবসেবায় চষে বেড়াচ্ছেন বনপাড়া পৌরশহর পেরিয়ে বড়াইগ্রামের প্রত্যন্ত অঞ্চল। এরই ধারাবাহিকতায় বড়াইগ্রাম পৌরসভার স্কুলছাত্রী ফুলমতিকে সহযোগিতা প্রদান করে বরাবরের মত প্রমাণ করলেন, চলমান রাজনীতির স্বার্থহাসিল উদ্দেশ্য প্রণোদিত দান নয় প্রকৃত মানবসেবায় নিঃস্বার্থভাবে মানব কল্যাণে অসহায়,দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোটাই মূল লক্ষ। বিকালে অসহায় ফুলমতির বাড়িতে ছুটে যান উপজেলা চেয়ারম্যান। এসময় ফুলমতির পরিবারের হাতে একটি হুইল চেয়ার তুলে দেন সর্বদা মানবসেবায় আত্মনিয়োজিত তৃণমূলের জনবান্ধব ব্যাক্তিত্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। উল্লেখ্য, ফুলমতি বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী।২০১৮ সালে জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেই অসুস্থ হয়ে পড়েন।সে বড়াইগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের আমিন প্রামানিকের মেয়ে। দীর্ঘদিন ধরে সে মেরিনজাইটিস রোগে ভুগছেন।মা বোনের সহযোগিতা ছাড়া নড়তে পারেনা ফুলমতি। হুইল চেয়ার পেয়ে কচিমুখে ফুটে উঠেছে উজ্জল হাসি ।অসুস্থ থেকে ভালো হয়ে পড়াশোনা করে দেশের জন্য কাজ করতে চায় ফুলমতি।