নাটোর কন্ঠ : আজ ১৮ এপ্রিল সকাল সাড়ে দশটায়, নাটোর জেলা শিল্পকলা একাডেমীর থেকে, ৪১ টি অস্বচ্ছল সংস্কৃতি শিল্পীর পরিবারের হাতে করোনাকালিন দুর্যোগ মোকাবেলার লক্ষে, উপহার স্বরূপ সামান্য খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো. শাহাদাৎ হোসেন জানান,জাতীয় শিল্পকলা একাডেমীর মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে অস্বচ্ছল সংস্কৃতি শিল্পীর ৪১ টি পরিবারের মাঝে, নাটোর জেলা শিল্পকলা একাডেমী নিজস্ব কার্যালয় থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক মহোদয় জানিয়েছেন আগামীতে আরও অসচ্ছল শিল্পীর মাঝে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে অসচ্ছল শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
Advertisement