নাটোরে আজো প্রশাসনের অভিযান, স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনের অর্থদণ্ড

0
888
Natore

নাটোরকন্ঠ: কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন নাটোর কর্তৃক অদ্য ০৭/০৬/২০ তারিখে নিচাবাজার, স্টেশন বাজার এবং রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্য করায় ১৩ টি মামলায় ১৬ জনকে সর্বমোট ২৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অভিযানকালে গরীব ও অসচ্ছল ৫০ ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়। #ঘরে_থাকুন_সুস্থ_থাকুন #সামাজিক_দূরত্ব_বজায়_রাখুন #জনসেবায়_প্রশাসন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক আব্দুল মজিদ বাগাতিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন
পরবর্তী নিবন্ধআম নিয়ে চাঁদাবাজিসহ যেকোন ধরনের বাধা শক্তহাতে দমন করা হবে-পুলিশ সুপার লিটন কুমার সাহা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে