কালিদাস রায়, নাটোরকন্ঠ:
মহামারি করোনা প্রভাবে বিপর্যস্ত নাটোর জেলায় বসবাসরত আদিবাসী ও দলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে এনএনএসসি অ্যাডভোকেসী প্লাটফর্মের সহায়তায় জেলার নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় বসবাসরত অসহায় হতদরিদ্র আদিবাসী ও দলিতদের মাঝে ত্রাণের ৫ কেজি চাউল, ২কেজি আলু, ৫০০গ্রাম ডাল, ৫০০গ্রাম লবন, আধা লিটার তেল বিতরণ করা হয়।
প্রত্যেক উপজেলায় ৫৫জন আদিবাসী ও দলিতদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করছে এনএনএমসি’র নেতাকর্মীরা। ত্রাণ বিতরণ কালে এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন এনএনএমসি’র জেলা অ্যাডভোকেসী প্লাটফর্ম ও জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়, অ্যাডভোকেসী প্লাটফর্ম সদর কমিটির সাধারণ সম্পাদক জলি তেলী, সহসভাপতি বাবুল পাহান, সদস্য চন্দন রবিদাস, বিষ্ণু রবিদাস, নলডাঙ্গা অ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি রানা আহমেদ প্রমূখ। এছাড়া সিংড়া উপজেলায় একই ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।