নাটোরে আড়াই লাখ শিশু টিকা পাবে

0
284
0000

নাটোর কন্ঠ : নাটোরে এবার ২ লাখ ৫২ হাজার ৯১৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৪৭২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৬ হাজার ৪৪২ জন শিশুদের টিকা খাওয়ানো হবে।

এর জন্য জেলার ৫২ টি ইউনিয়নে মোট ২ হাজার ২৮৭ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। বুধবার বিকেলে নাটোরের সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে নাটোরে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানানো হয়।

কর্মশালায় ভিটামিন এ ক্যাপসুল নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী, সাবেক সভাপতি রনেন রায়, সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু,ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা,সাধারন সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন কর্মশালার শুরুতে ভিটামিন এ ‘র অভাবে ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ রাসেল আহম্মেদ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ট্রাক্টর চাপায় মোটর সাইকলে আরোহী স্কুল শিক্ষক নিহত
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়া পৌর উন্নয়ন পরিকল্পনায় মতবিনিময় সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে