নাটোরে উৎসব মুখর পরিবেশে ৭৩১টি প্রা: স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

0
344
student

নাটোরকন্ঠ :

নাটোরে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে জেলার ৭৩১টি প্রাথমিক স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ভোট গ্রহন হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে একযোগে জেলার সবকটি স্কুলে এ নির্বাচন শুরু হয়। ভোট গ্রহণ চলে একটানা বেলা ১টা পর্যন্ত। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ আলী জানান, নির্বাচনে জেলার ৭৩১টি প্রাথমিক স্কুলে মোট ১১ হাজার ৭৮০ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে। প্রতিটি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৭৫ হাজার ২১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই নির্বাচনে ভোট দিতে পেরে স্কুলের ক্ষুদে ভোটাররা (শিক্ষার্থীরা) খুব খুশি। সদর উপজেলার গোয়ালদিঘি কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের সুশৃংখলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তাদের মন্তব্য এই ভোটের মাধ্যমে তারা গণতান্ত্রিক চর্চার প্রথম পাঠ নিচ্ছে। ভোটের জয়-পরাজয়ের আনন্দ-দুঃখটুকু তারা অনুধাবন করতে পারবে। এ ছাড়া এখান থেকেই তারা ভোটের ফলাফল (জয়-পরাজয়) মেনে নেওয়ার বিষয়টি শিখবে। স্কুলটির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, এ নির্বাচনে জাতীয় নির্বাচনের মতই সবকিছু। রয়েছে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একজন প্রিজাইডিং অফিসার ( শিহাব আলী), সহকারী প্রিজাইডিং অফিসার ( সোহানা খাতুন) ও পোলিং অফিসার (জান্নাতুল ফেরদৌস)। নিয়ম মাফিক ও শান্তিপূর্ণভাবে সব ভোটার ভোট দিচ্ছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“লাল সালাম”- তরুন চক্রবর্তী’র কবিতা
পরবর্তী নিবন্ধকবি সমরজিৎ সিংহ’র খোলা চিঠি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে