নাটোরে কর্মহারা মানুষের পাশে এমপি শিমুল

0
480
MP

নাটোরকন্ঠ:

নাটোরে কর্মহারা মানুষের মাঝে প্রতিদিনই নিয়মিত নিজের তহবিল হতে চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করছেন। গতকাল রাতে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের সিংহারদহ গ্রামের আ: সোবাহান ফোন করে তাদের মহল্লায় ০৮ ঘর পরিবার খাবার পান নাই জানালে এমপি ছুটে যান সেখানে। আজ সকালে সেই ০৮ ঘরে খাবার পৌঁছে দিতে গেলে এসে জড়ো গ্রামের আরও প্রায় শতাধিক মানুষ। এসময় এমপি শিমুল নিজ অর্থায়নে সকলের মাঝেই খাদ্য সামগ্রী (চাল, ডাল, তেল, আলু) বিতরণ করেন। এছাড়া এমপি সদর উপজেলার কৈগাড়ি-কৃষ্ণপুর গ্রামে করোনা ভাইরাসের কারণে সাময়িক কর্মহারা মানুষের মাঝেও

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসময়ই জীবন -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোর সদর উপজেলায় আদিবাসীদের মাঝে ত্রাণ বিতরন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে