নাটোরে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ অব্যাহত

0
473
ডিসি

নাটোরকন্ঠ:
নাটোরে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সদর উপজেলার হালসা ইউনিয়নের মাহেশা আশ্রায়ন প্রকল্প ও পার হালসার ১৭০ টি পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসব সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারে ১০ কেজি চাল, ১ কেজি আলু , ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল ও ১ পিস সাবান। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,হালসা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ অনান্যরা  উপস্থিত ছিলেন।
অপর দিকে জেলা পরিষদের অর্থায়নে নাটোরের ৯শ’টি পরিবার পেয়েছে খাদ্য ও অন্যান্য সামগ্রী। এসব সামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি আলু , ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম সোয়াবিন তেল, ৫০০ গ্রাম লবন ও দুই পিস সাবান। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমেদ, জেলা পরিষদ সদস্যবৃন্দসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মদিন “নূহা”মনি
পরবর্তী নিবন্ধ“মানুষ পৃথিবীর কেন্দ্র নয়”-মলয় রায়চৌধুরী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে