নাটোরকন্ঠ:
নাটোরে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজ বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ সদর উপজেলার হালসা ইউনিয়নের মাহেশা আশ্রায়ন প্রকল্প ও পার হালসার ১৭০ টি পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন। এসব সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারে ১০ কেজি চাল, ১ কেজি আলু , ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল ও ১ পিস সাবান। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,হালসা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ অনান্যরা উপস্থিত ছিলেন।
অপর দিকে জেলা পরিষদের অর্থায়নে নাটোরের ৯শ’টি পরিবার পেয়েছে খাদ্য ও অন্যান্য সামগ্রী। এসব সামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি আলু , ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম সোয়াবিন তেল, ৫০০ গ্রাম লবন ও দুই পিস সাবান। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার ফরহাদ আহমেদ, জেলা পরিষদ সদস্যবৃন্দসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নাটোরে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ অব্যাহত
Advertisement