নাটোর কন্ঠ : নাটোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে অনুর্ধ্ব-১৬ খেলোয়াড়দের কাবাডি প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ বুধবার দুপুরে বারোটায় ছাতনী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন-
জেলা শিক্ষা অফিসার মো. আখতার হোসেন। ছাতনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনজেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
নাটোর সদর উপজেলার চারটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী হয় ছাতনী উচ্চ বিদ্যালয় এবং রানার-আপ বারোঘড়িয়া উচ্চ বিদ্যালয়।জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম জানান, বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Advertisement