নাটোর কণ্ঠ : নাটোরে নাজমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার ছাতনী মধ্যপাড়া এলাকা থেকে জামাইয়ের সাথে গলা ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হট সোমবার সকালে শোবার ঘরের জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় নাজমার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন ও স্থানীয়রা।
পরে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement