নাটোরে গৃহবধূর মরদেহ উদ্ধার

0
155

নাটোর কণ্ঠ : নাটোরে নাজমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার ছাতনী মধ্যপাড়া এলাকা থেকে জামাইয়ের সাথে গলা ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হট সোমবার সকালে শোবার ঘরের জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় নাজমার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন ও স্থানীয়রা।

পরে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের শীতবস্তু বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে তিন সন্তানের জন্ম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে