নাটোরকন্ঠ:
নাটোরে রাজশাহীগামী উত্তরা একপ্রেস ট্রেনের সাথে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খঁুটিবাহী ট্রলির সাথে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে ট্রলির চালক গুরুতর আহত অবস্থায় নাটোর সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর রেল ট্রেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর অরক্ষিত রেলগেট এলাকায় পার্বত্যপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খঁুটিবাহী ট্রলির সাথে সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে ট্রলি দুমরে-মুচওে গিয়ে চালক হৃদয় হোসেন গুরুতর আহত হয়। পওে স্থানীয়রা তাকে উদ্ধার কওে নাটোর সদও হাসপাতালে ভর্তি করে। এসময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে নাটোর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিন নিয়ে গিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। পরে বেলা ১২টার দিকে ট্রেন চলাচাল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ অরক্ষিত রেল গেটের কারনে মাঝে মধ্যেই এমন দূর্ঘটনা ঘটছে। এজন্য সরকারী ভাবে গেটম্যান দেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
Advertisement