নাটোরে ডিসি-এসপির টিকা গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো করোনা টিকা কার্যক্রম

0
474

নাটোর কন্ঠ:
রোববার সকাল পনে ১১টায় নাটোর সদর হাসপাতালে করোনা টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রথমে টিকা গ্রহণ করেন। তবে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না বললেই চলে।

সকাল পনে ১১টায় সদর হাসপাতালে একটি পুরুষ ও একটি মহিলা বুথে টিকা দানের কার্যক্রম শুরু হয়। শুরুতে টিকা গ্রহণে কিছুটা দ্বিধা থাকলেও পরে স্বত:স্ফুর্তভাবে টিকা গ্রহণ করে। শুরুতে টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক মো.শাহরিয়াজ। পরে পুলিশ সুপার লিটন কুমার সাহা ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ টিকা গ্রহণ করেন। এ সময় নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম উপস্থিত থেকে টিকা গ্রহিতাদের উৎসাহ দেন। তবে তিনি নিজে টিকা গ্রহণ করেননি। তিনি অন্যান্য সাংসদদের সাথে ঢাকায় টিকা দেবেন বলে জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সৈনিকরা জনসেবা করতে ভয় পান না- আইসিটি প্রতিমন্ত্রী পলক
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে আল-জাজিরা বিরোধী বিক্ষোভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে